দেশ গড়তে জানতে হবে ৫০ বছর আগে কেমন ছিলাম౼আইআইইউসি উপাচার্য প্রফেসর আরিফ

স্বাধীনতার ৫০ বছরে কী পেয়েছি তার হিসেব না করে তার আগে আমরা কেমন ছিলাম, দেশ গড়ার ক্ষেত্রে তা জানা খুবই প্রয়োজন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ।

শনিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে আইআইইউসি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ এ সময় বলেন, ‘এই দেশ আছে বলেই আমরা এই দেশের নাগরিক হিসেবে সব জায়গায় যেতে পারছি, এই দেশকে নিজেদের চিন্তার মাধ্যমে তৈরি করতে পেরেছি। কিন্তু আজকের প্রজন্ম জানে না কত আত্মত্যাগের মাধ্যমে এই দেশ পেয়েছি।’

তিনি বলেন, ‘আমরা সকলেই এই ৫০ বছরে কী পেলাম আর কী পেলাম না তার হিসাব করি। কিন্তু আমরা স্বাধীনতার পূর্ববর্তী সময়ে কী অবস্থায় ছিলাম, যুদ্ধের পর কী অবস্থায় পড়েছি এবং বর্তমানে কী অবস্থায় আছি সেটা নিয়ে চিন্তা করি না। যা চিন্তা করা বর্তমানে দেশ গড়ার ক্ষেত্রে খুবই প্রয়োজন।’

শিক্ষাবিদ আনোয়ারুল আজিম আরিফ আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতু করার মধ্যদিয়ে দেখিয়ে দিয়েছেন যত অপশক্তি এই দেশের অগ্রগতিতে বাধা দিক না কেন, তিনি শেখ মুজিবুর রহমানের কন্যা, যাকে দমিয়ে রাখা সম্ভব নয়। স্বাধীন বাংলাদেশের কারণেই এই অর্জন সম্ভব হয়েছে। দেশ যদি স্বাধীন না হতো তাহলে এই অর্জনগুলো সম্ভব হতো না। আমরা পৃথিবীতে কেবল নিগৃহীত জাতি হিসেবেই থাকতাম। তরুণ প্রজন্মের কাছে এই উপলব্ধি আসতে হবে।’

তিনি বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ে গত এক বছর ধরে যত জাতীয় অনুষ্ঠান হয়েছে সবগুলোতে বারবার একটা কথাই উঠে এসেছে, দেশ সবার আগে। দেশপ্রেমের চেতনা জাগ্রত করতে আমাদের সকলকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু আদর্শ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে।’

এর আগে সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়। এর পরপরই বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অডিটোরিয়ামে শুরু হয় আলোচনা অনুষ্ঠান।

আইআইইউসি’র উপ-উপাচার্য প্রফেসর ড. মছরুরুল মাওলার সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের শরীয়াহ অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ শাকের আলম শওক, রেজিস্ট্রার মুহাম্মদ শফীউর রহমান, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. শাহ মো. সানাউল করিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ড. কাজী দীন মোহাম্মদ, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির, বোর্ড অব ট্রাস্টের সদস্য প্রফেসর ড. সালেহ জহুর, মুহাম্মদ বদিউল আলম।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!