দেশে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৮ জন, মৃত ১

গত ২৪ ঘণ্টা নতুন করে ১৮ জন ব্যক্তির মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা দাড়ালো ৮৮ জনে। এছাড়া ২৪ ঘণ্টার আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হল ৯ জনের। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৩৩ জন।

রোববার (৫ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

ব্রিফিংয়ে জানানো হয়, ২৪ ঘন্টায় নতুন করে ১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১২ জন ঢাকার বাসিন্দা। বাকিরা ঢাকার বাইরের। ২৪ ঘন্টার মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তার বয়স ৫৫। এছাড়া করোনা ভাইরাসের পরীক্ষা করানো গত ২৪ ঘন্টায় ৩৬৭ জনকে।

এ সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, স্বাস্থ্য অধিদফতরের এমআইএস শাখার পরিচালক ডা. মো. হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএ/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!