দেশে সবচেয়ে বেশি রিটার্ন দাখিল হয়েছে চট্টগ্রাম ভ্যাট কমিশনারেটে

নিবন্ধনের হারে যশোর প্রথম

সারা দেশে সবচেয়ে বেশি রিটার্ন দাখিল হয়েছে চট্টগ্রাম ভ্যাট কমিশনারেটে। সারা দেশের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ১৮ দশমিক ৪১ শতাংশ রিটার্ন দাখিল হয়েছে এ কমিশনারেটে। নিবন্ধনের হারের দিক থেকে চট্টগ্রামের অবস্থান অবশ্য ষষ্ঠ। এ কমিশনারেটে নিবন্ধিত ২৮ হাজার ২৫৯ প্রতিষ্ঠানের মধ্যে রিটার্ন দাখিল করেছে ১৮ হাজার ৪৩টি, যা নিবন্ধিত প্রতিষ্ঠানের ৬৩ দশমিক ৮৫ শতাংশ।

নিবন্ধনের হারের দিক থেকে রিটার্ন দাখিলে জানুয়ারি মাসে সারা দেশে চ্যাম্পিয়ন হয়েছে যশোর ভ্যাট কমিশনারেট। এ কমিশনারেটে জানুয়ারি মাসে নিবন্ধিত প্রতিষ্ঠানের মধ্যে রিটার্ন দাখিলের হার ৯৭ দশমিক ১৪ শতাংশ।

এনবিআরের প্রতিবেদন অনুযায়ী, ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে মোট ভ্যাট নিবন্ধন নিয়েছে দুই লাখ ৩৭ হাজার ৯৭৬ ব্যক্তি-প্রতিষ্ঠান। এর মধ্যে জানুয়ারি মাসে অনলাইনে রিটার্ন জমা পড়েছে ৯৮ হাজার ৪টি— যা নিবন্ধিত ব্যক্তি-প্রতিষ্ঠানের ৪১ দশমিক ১৮ শতাংশ।

নিবন্ধিত ব্যক্তি-প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি রিটার্ন দাখিল হয়েছে যশোর ভ্যাট কমিশনারেটে। এ কমিশনারেটে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান ১৪ হাজার ১৩৪টি। যার মধ্যে রিটার্ন দাখিল হয়েছে ১৩ হাজার ৭৩০টি— যা এ কমিশনারেটের নিবন্ধিত ব্যক্তি-প্রতিষ্ঠানের ৯৭ দশমিক ১৪ শতাংশ। নিবন্ধনের তুলনায় রিটার্ন দাখিলের হার ৯৬ দশমিক ৩১ শতাংশ।

জানুয়ারি মাসে রিটার্ন দাখিলে দ্বিতীয় হয়েছে টানা পঞ্চমবার প্রথম স্থান অর্জনকারী কুমিল্লা ভ্যাট কমিশনারেট। এ কমিশনারেটে নিবন্ধিত প্রতিষ্ঠান ৯ হাজার ৮৬০। যার মধ্যে অনলাইনে রিটার্ন দাখিল করেছে ৯ হাজার ৫৬৮টি— যা এ কমিশনারেটের নিবন্ধিত প্রতিষ্ঠানের ৯৭ দশমিক শূন্য চার শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে রংপুর ভ্যাট কমিশনারেট। এ কমিশনারেটে নিবন্ধিত ১০ হাজার ৩৩৩টি ব্যক্তি-প্রতিষ্ঠানের মধ্যে রিটার্ন দাখিল হয়েছে আট হাজার ৮১৩টি— যা এ কমিশনারেটের নিবন্ধিত প্রতিষ্ঠানের ৮৫ দশমিক ২৯ শতাংশ।

চতুর্থ হয়েছে সিলেট ভ্যাট কমিশনারেট। এ কমিশনারেটে নিবন্ধিত ৯ হাজার ৫০৬ প্রতিষ্ঠানের মধ্যে সাত হাজার ৪৩৮টি রিটার্ন দাখিল করেছে— যা নিবন্ধিত প্রতিষ্ঠানের ৭৮ দশমিক ২৫ শতাংশ।

পঞ্চম অবস্থানে রয়েছে এলটিইউ। নিবন্ধিত ১৪২ প্রতিষ্ঠানের মধ্যে রিটার্ন দাখিল হয়েছে ৯৫টি— যা নিবন্ধিত প্রতিষ্ঠানের ৬৬ দশমিক ৯০ শতাংশ।

ষষ্ঠ হয়েছে চট্টগ্রাম ভ্যাট কমিশনারেট। এ কমিশনারেটে নিবন্ধিত ২৮ হাজার ২৫৯ প্রতিষ্ঠানের মধ্যে রিটার্ন দাখিল করেছে ১৮ হাজার ৪৩টি— যা নিবন্ধিত প্রতিষ্ঠানের ৬৩ দশমিক ৮৫ শতাংশ।

সপ্তম হয়েছে রাজশাহী ভ্যাট কমিশনারেট। এ কমিশনারেটে নিবন্ধিত ১৪ হাজার ৬০৮টির মধ্যে সাত হাজার ৮৩৩টি রিটার্ন দাখিল করেছে— যা নিবন্ধিত প্রতিষ্ঠানের ৫৩ দশমিক ৬২ শতাংশ।

অষ্টম হয়েছে খুলনা ভ্যাট কমিশনারেট। এ কমিশনারেটে নিবন্ধিত ১৫ হাজার ৮৪৫টির মধ্যে ছয় হাজার ৯১৮টি— যা নিবন্ধনের তুলনায় ৪৩ দশমিক ৬৬ শতাংশ।

নবম হয়েছে ঢাকা পূর্ব ভ্যাট কমিশনারেট, দশম ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেট, একাদশ ঢাকা উত্তর ভ্যাট কমিশনারেট এবং দ্বাদশ অবস্থানে রয়েছে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট।

নিবন্ধনের তুলনায় রিটার্ন দাখিলের ক্ষেত্রে সর্বোচ্চ হার চট্টগ্রাম ভ্যাট কমিশনারেটের। এ কমিশনারেটের নিবন্ধনের তুলনায় রিটার্ন দাখিলের হার ১৮ দশমিক ৪১ শতাংশ। আর যশোর কমিশনারেটের হার ১৪ দশমিক শূন্য এক শতাংশ, কুমিল্লা ভ্যাট কমিশনারেট ৯ দশমিক ৭৬ শতাংশ। এছাড়া রংপুর ৮ দশমিক ৯৯ শতাংশ, রাজশাহী ৭ দশমিক ৯৯ শতাংশ, সিলেট ৭ দশমিক ৫৯ শতাংশ, খুলনা ৭ দশমিক শূন্য ৬ শতাংশ, ঢাকা পশ্চিম ৭ দশমিক ৩৭ শতাংশ, ঢাকা দক্ষিণ ৭ দশমিক ৪৩ শতাংশ, ঢাকা পূর্ব ৬ দশমিক ৬৯ শতাংশ, ঢাকা উত্তর চার দশমিক ৫৯ শতাংশ ও এলটিইউ শূন্য দশমিক ১০ শতাংশ।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!