‘দেশে যতো মানুষ ততো হোন্ডা’

পরিবেশ দিবসের সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

‘আমাদের সবুজ দিন দিন সাদা হয়ে যাচ্ছে। বাইরের দেশ সবুজ রক্ষা করে, আমরা ধ্বংস করি’—বললেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আবদুল মান্নান।

বৃহস্পতিবার (২০) জুন সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ অধিদপ্তরের আয়োজনে কাজির দেউড়ির আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মানুষের জন্য সবুজ পরিবেশের প্রয়োজনীয়তা এবং জীবজগৎ ও প্রকৃতির সুরক্ষায় বিশ্বব্যাপী সচেতনতা তৈরিতে ১৯৭৪ সাল থেকে প্রতি বছর ৫ জুন দিবসটি পালন করা হয়। এ বছর ঈদুল ফিতরের ছুটি থাকায় সরকার ২০ জুন দিবসটি উদযাপনের সিদ্ধান্ত নেয়। বিশ্ব পরিবেশ দিবসের মূল প্রতিপাদ্য ‘বায়ু দূষণ’। এবারের শ্লোগানও ‘আসুন বায়ু দূষণ রোধ করি।’

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা

দিবসের মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন চট্টগ্রাম বন্দর কতৃর্পক্ষের সদস্য জাফর আলম। বায়ুদূষণের বৈশ্বিক পরিস্থিতির তথ্যউপাত্ত নিয়ে আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মনির উদ্দিন এবং পরিবেশবিজ্ঞানী অধ্যাপক ড. মোশাররফ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো.আবদুল মান্নান বলেন, ‘এ পরিবেশকে আমরাই নষ্ট করছি। তা রক্ষায় আমাদেরই আন্তরিক হতে হবে। প্রথমে ঘর থেকে চেষ্টা করি, তারপর রাস্তায়—এভাবেই শুরু করতে হবে। চীনে যতো মানুষ ততো বাইসাইকেল। আমাদের দেশে মানুষের সমান হোন্ডা (মোটরবাইক)। যতো মানুষ ততো হোন্ডা। এই হোন্ডাই যে পরিবেশের মারাত্মক ক্ষতি করে আমরা বুঝি না।’

বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, ‘আমাদের অভ্যাস পরিবর্তন করা দরকার। তাছাড়া আরও দরকার সবকিছুর রিসাইক্লিং করা। এসব আলোচনায় শিক্ষার্থীদের পাশাপাশি জনপ্রতিনিধিদের সংযুক্ত করা প্রয়োজন কেননা তারা মাঠপর্যায়ে কাজ করেন।’

পরিবেশ অধিদপ্তরের মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিকের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!