এই দেশে সৎ থেকে গরীব থাকাটা অযোগ্যতা

10502067_312361795598552_5679372089538113289_n1

 

গোলাম মোর্তোজা : এদেশের মানুষ সৎ ইমেজের জুনায়েদ সাকী বা আবদুল্লাহ আল কাফীদের ভোট দেয় না। ভোট দেয় সেই সব মানুষদের যারা বড় বড় গাড়িতে যাতায়াত করে, যারা বিপুল অর্থ -বিত্তের মালিক। এই বড় গাড়ি কীভাবে কেনা হয়েছে, অর্থ -বিত্তের মালিক কোন পথে হয়েছে, সেটা ভোট দেয়ার ক্ষেত্রে মোটেই গুরুত্ব পায় না। অধিকাংশ ক্ষেত্রে চেনা -জানা, জনঅর্থ -রাষ্ট্রীয় অর্থ লুন্ঠনকারীদেরও মানুষ ভোট দেয়।

এই দেশে সৎ থেকে গরীব থাকাটা অযোগ্যতা, অসৎ পথে বিত্তবান হওয়াটা যোগ্যতা। ভোট দিতে জনগণ কখনো ভুল করে না -আমার কাছে এই কথাটা সঠিক মনে হয় না। ফেইসবুক থেকে

বি.দ্র : ৪৪ বছরের বাংলাদেশের প্রেক্ষিতে আমার এই ধারণা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!