‘দেশের বাইরে বাংলাদেশি চিকিৎসকদের চাকরির বাজার কমেছে’

বিসিপিএসের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আবুল বশার মোহাম্মদ খুরশেদ আলম বলেন, ‘বাংলাদেশি চিকিৎসকদের দেশের বাইরে বিশাল চাকরির বাজার ছিল তা এখন ভারত, নেপাল, শ্রীলংকা এবং মালদ্বীপের মতো দেশের দখলে। বাংলাদেশি চিকিৎসকদের দেশের বাইরে চাকরির সম্ভাবনা সংকুচিত হয়েছে।’

তিনি আরো বলেন, ‘বিসিপিএস নিরাপদ বিশেষজ্ঞ চিকিৎসক তৈরিতে নিরলসভাবে কাজ করছে। বিসিপিএসের ডিগ্রি এখন আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে। দেশের বাইরে আমাদের চিকিৎসকরা আগের অবস্থান আবার ফিরে পাবেন।’

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ (সিআইএমসি) ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ (সিআইডিসি) ক্যাম্পাসে অনুষ্ঠিত সিপিডি (কনটিনিউয়িং প্রফেশনালস ডেভেল্পমেন্ট) সভায় তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সিআইএমসি ও সিআইডিসির কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত ঢাকার বাইরে চট্টগ্রামে এটিই প্রথম কর্মসূচি।

সিপিডিতে সিআইএমসির সহযোগী অধ্যাপক ডা.মুসলেনা আক্তার ও সহকারী অধ্যাপক ডা. রোকসানা আহমেদ প্রবন্ধ উপস্থাপন করেন।

এ সময় বিসিপিএসের সিপিডি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. শেখ জিন্নাত আরা নাসরিন, অধ্যাপক ডা. ইফফাত আরা, অধ্যাপক ডা. শাহানারা চৌধুরী, অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী, অধ্যাপক ডা. আমির হোসেন আলোচনামূলক বক্তব্য রাখেন।

সিপিডিতে উপস্থিত ছিলেন সিআইএমসি ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী দ্বীন মোহাম্মদ, সিআইডিসির অধ্যক্ষ অধ্যাপক ডা. মুসলিম উদ্দিন সবুজ, রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিপু সুলতান, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এস এম তারেক, ইউএসটিসির সাবেক ভিসি অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, মেরিন সিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আশরাফ আলী, আর্মফোর্সেস মেডিকেল কলেজের বিগ্রেডিয়ার জেনালের ডা. আমিনুল ইসলাম, বিগ্রেডিয়ার জেনালের ডা. মিজানুর রহমান, বিগ্রেডিয়ার জেনালের ডা. আবদুল্লাহ আল মামুন, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যাপক ডা. নুর হোসেন ভূঁইয়া, অধ্যাপক ডা. ওয়াজি আহমেদ, অধ্যাপক ডা. রওশন মোরশেদ, অধ্যাপক ডা. সিরাজুন নুর রোজি, অধ্যাপক ডা. শামিমা সিদ্দিকা রোজি, অধ্যাপক ডা. রাশেদা সামাদ, অধ্যাপক ডা. শাহেনা আক্তার, সিআইএমসির সহকারী অধ্যাপক ডা. কামরুল ইসলাম, সিআইডিসির সহকারী অধ্যাপক কামরুল হাসান।

অনুষ্ঠানে চট্টগ্রামের ১৭টি চিকিৎসা বিজ্ঞান সম্পৃক্ত প্রতিষ্ঠানের ৪ শতাধিক পোস্ট গ্রেজুয়েট চিকিৎসক অংশগ্রহণ করেন।

এফএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!