দেশের অগ্রযাত্রায় পুলিশের আত্মত্যাগ রয়েছে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, ‘বাংলাদেশের অগ্রযাত্রায় বাংলাদেশ পুলিশ বাহিনীর আত্মত্যাগ রয়েছে। সন্ত্রাস, জঙ্গিবাদ, পেট্রোল বোমাবাজদের প্রতিহত করতে সবার আগে প্রাণ দিয়েছে পুলিশ। জীবন উৎসর্গ করে বাংলাদেশকে এগিয়ে নিতে কাজ করছে পুলিশ বাহিনী।’

শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনের মাল্টিপারপাস শেডে চট্টগ্রাম নগর পুলিশ এবং সিএমপি স্কুলের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শোক দিবসের আলোচনায় তথ্যমন্ত্রী বলেন, ‘১৫ আগস্ট শুধু বঙ্গবন্ধুকে নয়, ঘাতকরা বাংলাদেশ নামক রাষ্ট্রকে হত্যা করতে চেয়েছিলো। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের জাতীয় পতাকাও পরিবর্তন করতে চেয়েছিলো। তারা গণতন্ত্রের পরিবর্তে ইসলামী প্রজাতন্ত্র চালু করতে চেয়েছিলো। তারা চেষ্টা করেছিল বাংলাদেশকে প্রথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে। আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ ছিল বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশে এখন শুধু কবিতায় কুঁড়েঘর খুঁজে পাওয়া যায়,বাস্তবে পাওয়া যায় না। ছেঁড়া কাপড়ে বা স্যান্ডেল ছাড়া মানুষ খুঁজে পাওয়া যায় না। এক সময় আমরা পুরনো কাপড় বিদেশ থেকে আমদানি করে এনে পরতাম আর এখন আমরা বিদেশে নতুন কাপড় রপ্তানি করি। সবকিছু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে।’

চট্টগ্রাম নগর পুলিশ এবং সিএমপি স্কুলের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা।
চট্টগ্রাম নগর পুলিশ এবং সিএমপি স্কুলের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা।

চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মাহবুবর রহমানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম। সিএমপির সিনিয়র সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) দেবদূত মজুমদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপ-কমিশনার (সদর) শ্যামল কুমার নাথ। অনুষ্ঠানে সিএমপির উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক, সিএমপি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শিবলী সাদিক, সিনিয়র সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) আশিকুর রহমান, পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুর রহমান বক্তব্য রাখেন।

এডি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!