দেশসেরা ইউএনও-ইউনিয়নের খেতাব চট্টগ্রামের আনোয়ারার

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলার স্বীকৃতি পেলো চট্টগ্রামের আনোয়ারা। একই সাথে দেশের শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের (ইউপি) খেতাবও পেলো আনোয়ারার জুইদন্ডী।

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সেরা দক্ষতার জন্য জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলার স্বীকৃতি পেয়েছে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জুবায়ের আহমেদ। একইসাথে এই উপজেলার জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদকে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুস্তাকীম বিল্লাহ ফারুকী স্বাক্ষরিত এক চিঠিতে এই স্বীকৃতির বিষয়টি জানানো হয়।

উল্লেখ্য, সারা বাংলাদেশ থেকে ইউএনওদের মধ্যে শুধুমাত্র আনোয়ারার ইউএনও শেখ জুবায়ের আহমেদ এই সম্মাননা পাচ্ছেন।

আগামী ৬ অক্টোবর জাতীয় জন্ম ও মৃত্যু দিবসে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে আনোয়ারার ইউএনওকে তার কাজের স্কীকৃতি স্বরুপ সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হবে।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জুবায়ের আহমেদ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘এই অর্জনটি আনোয়ারার সকল বাসিন্দার। তাদের সহযোগিতার জন্যই আমরা আমাদের কাজটি সঠিকভাবে সফল করতে পেরেছি। তাই আমি এই অর্জনটি আনোয়ারাবাসীকে উৎসর্গ করলাম।’

তিনি আরও বলেন, ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে আমি টিম লিডার হিসেবে কাজ করছি। শ্রেষ্ঠ উপজেলার স্বীকৃতি পেয়ে আমি আনন্দিত।’

বিএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!