দৃষ্টিনন্দন ও পরিচ্ছন্ন বাজারে পরিনত হবে বকসির হাট কাঁচা বাজার

প্রতিদিন রিপোর্ট :

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ১৫০ বছরের ঐতিহ্যবাহী বক্সির হাট কাঁচা বাজারকে হাইরাইজ বিল্ডিং তৈরির মাধ্যমে দৃষ্টিনন্দন ও পরিচ্ছন্ন বাজারে পরিনত করা হবে।

img_1666

তিনি বলেন, হাইরাইজ বিল্ডিং তৈরির পর স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে কোন ধরনের সালামী নেওয়া হবে না এবং প্রত্যেক ব্যবসায়ী দোকান বরাদ্দ পাবেন। মেয়র ব্যবসায়ীদের দ্রুত সময়ের মধ্যে ওয়াসার পানির লাইনের ব্যবস্থা, গণশৌচাগার, আলোকবাতি এবং পাকা নর্দমা তৈরি করে দেওয়ার আশ্বাস প্রদান করেন।

 

আজ বৃহস্পতিবার বিকেলে নগরভবনের মেয়র দপ্তরে বক্সির হাট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মেয়র এ সব কথা বলেন।

 

ব্যবসায়ী নেতৃবৃন্দ মেয়রকে হাইরাইজ বিল্ডিং তৈরিতে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে নিশ্চয়তা প্রদান করেন মেয়র। এ সময় বকসির হাট কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জহুরুল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিছ, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল হারুন, ইজারাদার সৈয়দ মোহাম্মদ মারুফ, ব্যবসায়ী মো. ইসমাইল, আলহাজ্ব ফজল করিম ও মো. রবিউল আলী উপস্থিত ছিলেন।

 

মতবিনিময় সভায় বক্সির হাট কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ মেয়রকে স্মারকলিপি প্রদান করেন।

 

রিপোর্ট  : রাজীব প্রিন্স :

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!