দুর্ধর্ষ সন্ত্রাসী ‘নবু মেম্বার’ পুলিশের হাতে ধরা

কক্সবাজারের পেকুয়ার দুর্ধর্ষ সন্ত্রাসী ও ৪ মামলার পলাতক আসামি নবী হোসাইন (৫০) প্রকাশ নবু মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা পরিষদ গেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পেকুয়া থানার এএসআই নাছির উদ্দিন ও এএসআই নিউটন।

গ্রেপ্তার নবী হোসাইন টইটংয়ের কাটাপাহাড় এলাকার খুইল্যা মিয়ার ছেলে এবং ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

জানা গেছে, নবী হোসেন একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। পাহাড়ি এলাকায় তার নেতৃত্বে বনভূমি দখল-বেদখলে করা হয়। এছাড়া তিনি পাহাড়ি ছড়া থেকে বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এতে সরকার হারাচ্ছে রাজস্ব।

এর আগেরও ২০১৭ সালে নবী হোসেন মেম্বারের বাড়িতে অভিযান চালিয়ে দুটি বন্দুক ও বিপুল পরিমাণ মদ উদ্ধার করে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আজম বলেন, নবী হোসাইন মেম্বারের বিরুদ্ধে হত্যা, অস্ত্র আইন ও দুটি বন মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আসছিল। এতো দিন পাহাড়ি জনপদে আত্মগোপনে থাকলেও অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!