দুমাসের মাথায় দুই বোনকে হারালেন আকরাম খান

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক অধিনায়ক আকরাম খান পাঁচ বোনের একজনকে হারিয়েছিলেন গত ২৩ জুন। করোনার তাণ্ডবে তখন জানাজায়ও অংশ নিতে পারেননি তিনিসহ ভাইপো তামিম, নাফিজ ইকবালরা। তার ঠিক দুমাস পার হতেই আবারও বোন হারালেন আকরাম, তামিম-নাফিস হারালেন ফুফী। ৭ ভাই-৫ বোনের আকরামদের পরিবারের আরেকজন সদস্য নাজমা খাতুনও মারা গেলেন বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায়।

বিষয়টি নিশ্চিত করেন আকরাম খানের ভাইপো সাবেক জাতীয় তারকা তামিমের অগ্রজ নাফিজ ইকবাল। তিনি জানান, ‘আমার ফুফী চট্টগ্রামের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।’ তিনি আরও জানান, নগরের হালিশহর নিবাসী গাউসিয়া সুইটস ও বেকারীর স্বত্বাধিকারী এবং গাউসিয়া দরবারের গদিনীশীন শাহজাদা সৈয়দ মোহাম্মদ সালাউদ্দিনের সহধর্মিনী ছিলেন নাজমা খাতুন।’

বুধবার বাদ আসর হালিশহর চুনা ফ্যাক্টরি মোড়ের গাউসিয়া দরবার জামে মসজিদে তার নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে দীর্ঘদিন ডায়বেটিসজনিত কারণে ৫৫ বছর বয়সে আকরাম খানদের ছেড়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় চলে যান সাজলা আলী।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!