দুবাই যাত্রী নিয়ে আসলেন ৩০০ কার্টন সিগারেট

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর ব্যাগেজ থেকে ৩০০ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমসের সহায়তায় সিগারেটের চালানটি জব্দ করে এনএসআই টিম।

বিদেশি সিগারেট সহ আটক হওয়া মোহাম্মদ ইব্রাহিম দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটের যাত্রী ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়।

বিমানবন্দর কতৃপক্ষ জানায়, জব্দ করা সিগারেটের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে।

জব্দকৃত (মন্ড ব্রান্ড) সিগারেটের প্রতি কার্টন বাজার মূল্য প্রায় ২ হাজার টাকা। এ হিসাবে জব্দ সিগারেটের বাজারমূল্য ৬ লাখ টাকা।

এএ/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!