দুবাইয়ে করোনায় প্রথম বাংলাদেশির মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কোনো বাংলাদেশির মৃত্যু হল। তার নাম মাহাবুবুল আলম। একই সঙ্গে তিনি হৃদরোগেও ভুগছিলেন।

গত ২৮ মার্চ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলেও শুক্রবার (৩ এপ্রিল) করোনা ভাইরাসে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিজানুর রহমান।

মাহাবুবুল আলম চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার চারালিয়ার হাট কেফায়েত নগর গ্রামের আবদুল সালামের ছেলে।

সংযুক্ত আরব আমিরাতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ১২৬৪ জন। সুস্থ হয়েছেন ১০৮ জন। অন্যদিকে মারা গেছেন ৯ জন। এর মধ্যে কেবল শুক্রবারেই (৩ এপ্রিল) নতুন করে আক্রান্ত হন ২৪০ জন।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!