দুধ চুরির অভিযোগে দোকান কর্মচারীকে পিটিয়ে হত্যা

চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজারে গুদাম থেকে দুধ চুরির অভিযোগে রাসেল নামের ১৮ বছর বয়সী এক দোকান কর্মচারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর দোকান মালিক আরমান ও কর্মচারী ইউনুসকে আটক করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) রিয়াজউদ্দিন বাজারের আরাফাত স্টোরের গোডাউনে এ ঘটনা ঘটে। নিহত রাসেল নেত্রকোনার আফাজ উদ্দিনের ছেলে।

জানা গেছে, আরাফাত স্টোর আচার ও গুড়ো দুধের পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান। তাদের গোডাউন থেকে গুড়ো দুধ চুরির অভিযোগ এনে সকাল থেকেই রাসেলকে গোডাউনে আটলে রেখে মারধর করা হয়। মালিক পক্ষের মারধরেই ওই কর্মচারীর মৃত্যু হয়েছে।

বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করে সিএমপির কোতোয়ালী জোনের সিনিয়র সহকারী কমিশনার নোবেল চাকমা বলেন, রিয়াজুদ্দিন বাজারের এসএ টাওয়ারের ৩ তলায় আরাফাত স্টোরের গুদামঘর আছে। সেখানে চুরি করেছে সন্দেহে সকাল থেকে রাসেলকে মারধর করেছে দোকান মালিক। পরে দুপুর আড়াই টার দিকে রাসেল মারা যায়। এ ঘটনায় দোকান মালিক আরমান ও আরেক কর্মচারী ইউনুসকে আটক করা হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি। লাশের সুরতহাল রিপোর্ট করা হয়েছে।’

এআরটি/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!