‘দুদক হটলাইনে ৩১ লাখ মানুষ অভিযোগ দিয়েছে’

চট্টগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

দেশের সার্বভৌমত্ব ও উন্নয়নের প্রধান বাধা দুর্নীতি। দেশ যেভাবে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে সেটিকে বাধাগ্রস্ত করার একমাত্র হাতিয়ার হচ্ছে দুর্নীতি। দুর্নীতিবাজরা পরিবার, সমাজ ও জাতির শত্রু। সমাজ ও রাষ্ট্রের প্রতিটি সেক্টর থেকে এদেরকে বয়কট করতে পারলে এ দেশ আরও এগিয়ে যাবে।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের আয়োজিত শিক্ষার্থী সততা ও সংঘের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান এসব কথা বলেন। সমাবেশের আগে সকাল ৯টার দিকে ওয়াসার সার্কেলে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দেশের চলমান শুদ্ধি অভিযানের প্রশংসা করে বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বর্তমান সরকার। দুর্নীতি এক ধরনের রোগ। এতো কিছুর পরও মানুষের মাঝ থেকে এই রোগ নামছে না। সরকারের নানা উদ্যোগ ও পদক্ষেপে দুর্নীতি হোঁচট খেয়েছে মাত্র।’

আগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে আব্দুল মান্নান বলেন, ‘দুর্নীতিমুক্ত সোনার বাংলাদেশ গড়তে তোমাদের মধ্যে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান। তবেই দেশ হবে দুর্নীতিমুক্ত।’

‘দুদক হটলাইনে ৩১ লাখ মানুষ অভিযোগ দিয়েছে’ 1

এদিকে দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মাহমুদ হাসান বলেন, ‘গত এক বছরে দুদক হটলাইন-১০৬ এ প্রায় ৩১ লাখ মানুষ দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। দুর্নীতির কারণে ৫০ বছরে স্বাধীনতার প্রকৃত স্বাদ পায়নি দেশের ১৮ কোটি জনগণ। ইতিমধ্যে দুর্নীতিবাজদের ধরতে কাজ চালিয়ে যাচ্ছে দুদক। এ অভিযানে শুধু চুনোপুঁটি নয়, রাঘববোয়ালদের ধরেছি আরও ধরব। চলমান অভিযান দুর্নীতি করলে কারো রেহাই নেই দুদকের কবল থেকে। এই পর্যন্ত ধৃত দুর্নীতিবাজদের ৪৩৯ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে দুদক।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবু ফয়েজ, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল আলম নিজামী, জেলা প্রশাসক ইলিয়াস হোসেন, চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আমেনা বেগম, চট্টগ্রামের জেলা প্রশাসক নুরে আলম মিনা, চট্টগ্রামের দুর্নীতি দমন কমিটির সভাপতি মনোয়ারা হাকিম আলী প্রমুখ।

মুআ/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!