দুজনের প্রাণ গেল কুতুবদিয়ায় ‘বন্দুকযুদ্ধে’

কক্সবাজারের কুতুবদিয়ায় দুই জলদস্যু বাহিনীর মধ্যে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

শুক্রবার (২৬ এপ্রিল) ভোরে লেমশিখালী ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। তবে এখনো নিহতদের নামপরিচয় পাওয়া যায়নি।

পুলিশ সূত্র জানায়, ঘটনাস্থল থেকে একটি বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও কার্তুজের দশটি খোসা উদ্ধার করা হয়েছে।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দিদারুল ফেরদৌস জানান, লেমশীখালী বেড়িবাঁধ এলাকায় দুই সন্ত্রাসী বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় দুই ব্যক্তিকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে বন্দুকধারীদের আটকের চেষ্টা চালালে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। এতে শাহিদুল ইসলাম ও তাপস বড়ুয়া নামের পুলিশের দুই সদস্য আহত হয়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে।

তিনি আরো বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। অস্ত্র উদ্ধার ও নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!