দুই হাজার নতুন ডাক্তার নিয়োগ থেকে সরে এসেছে স্বাস্থ্য অধিদপ্তর

দেশের বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিতে জরুরীভিত্তিতে দুই হাজার সহকারী সার্জন পদ সৃষ্টি করা হলেও চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে স্বাস্থ্য অধিদফতর।

মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়টি জানানো হয়।

জানা গেছে, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ইমার্জেন্সি মেডিকেল অফিসার, ইন্ডোর মেডিকেল অফিসার, রেডিওলজিস্ট ও অ্যানেস্থিসিয়া পদে বিভিন্ন হাসপাতালে এসব নিয়োগ হওয়ার কথা ছিল।

এর মধ্যে ১৫৮টি ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা হাসপাতালে, ২৬৬টি ৩১ শয্যাবিশিষ্ট উপজেলা হাসপাতালে, ২৮টি ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে এবং ১৮টি ১০ শয্যাবিশিষ্ট হাসপাতালে সহকারী সার্জন পদে চিকিৎসক নিয়োগের জন্য অর্থ মন্ত্রণালয়ের অনুমতিসহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল।

কিন্তু শেষ মুহুর্তে এসে মঙ্গলবার দুই হাজার চিকিৎসক নিয়োগের স্মারকটি বাতিল করা হয়।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!