দুই নাতিকে নিজেদের কাছে রাখতে চায় মিতুর পরিবার

বাবুল আক্তার ও মিতু দম্পতির আক্তার মাহমুদ মাহী ও তাবাসুম তাজনিন টাপুর নামে দুটি ছেলে সন্তান আছে। তাদের ২ সন্তানকে নিজেদের কাছে রাখার চেষ্টা করবেন বলে জানিয়েছেন মিতুর পিতা মোশাররফ হোসেন।

বুধবার (১২ মে) মিতু হত্যার ঘটনায় বাবুল আক্তারকে প্রধান আসামি করার পর মুঠোফোনে চট্টগ্রাম প্রতিদিনকে একথা জানান মোশাররফ হোসেন।

বাবুল আক্তার ও মিতুর দুই সন্তানকে নিয়ে কী ভাবছেন চট্টগ্রাম প্রতিদিনের এমন প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন বলেন, দেখুন এখানে দুটো বিষয় আছে। প্রথমত মা-বাবার অনুপস্থিতে বাচ্চারা নানার বাড়িতে থাকতেই পছন্দ করে। আর বাবুল আক্তারের মা-বাবা দুজনের কেউই জীবিত নেই। সেহেতু আমরা চাইবো নাতি দুটোকে নিজেদের কাছে রাখতে।

এজন্য স্বেচ্ছায় বাবুল আক্তারের দুই ছেলে আক্তার মাহমুদ মাহী ও তাবাসুম তাজনিন টাপুরকে মিতুর পরিবারের কাছে হস্তান্তরের দাবি জানান মোশাররফ। তিনি বলেন, স্বেচ্ছায় তাদের দিলে ভালো। না হলে আমরা এই বিষয়ে চেষ্টা করবো।

এআরটি/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!