দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, দীর্ঘ যানজটে দুর্ভোগ

চট্টগ্রামের পটিয়ায় দুটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ট্রাক চালক গাড়িতে আটকা পড়ে গুরুতর আহত হন। এ সময় দুর্ঘটনাকবলিত ট্রাক দুটির কারণে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন গন্তব্যমুখী যাত্রীরা। রাত ৩টার দিকে ট্রাক দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

সোমবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার শান্তির হাটে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও পটিয়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কক্সবাজারগামী একটি মালবাহী ট্রাকের সাথে চট্টগ্রামমুখী অপর একটি ট্রাকের মুখোমুখি সংর্ঘষে এ দূর্ঘটনা ঘটেছে। এসময় কক্সবাজার গামী ট্রাকের চালক মো. ফয়সাল (২২) গুরতর আহত হয়ে গাড়িতে আটকা পড়েন। খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটা স্পেশাল টিম রাত ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে গ্যাসকাটার দিয়ে ট্রাকটির সামনের অংশ কেটে গুরতর আহত অবস্থায় চালককে উদ্ধার করে পটিয়া হাসপাতালে পাঠানো হয়।

পটিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশ বলেন, দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি সড়কে উপরে পড়ে থাকায় যান চলাচল বন্ধ হয়ে দুপ্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ক্রসিং হাইওয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর ট্রাক দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!