দিনে যুবলীগ, রাতে বেচেন মাদক— ডবলমুরিংয়ে ধরা চোরচক্রের হোতা

সাইফুদ্দীন রোকন। পেশায় রাজনীতিবিদ। কিন্তু এটি তার দিনের পেশা। রাতের পেশা ভিন্ন। সন্ধ্যা নামলেই এই রাজনীতিবিদ নামেন মাদক কারবারে। হাত পাকিয়েছেন চুরি বিদ্যায়ও। একাধিকবার মাদক ও চুরির অভিযোগে জেলও খেটেছেন তিনি। তবে কারাগার থেকে বের হয়ে আবারও ফিরে যান একই পেশায়।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে মাদক মামলায় ফের পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন সাইফুদ্দীন। ডবলমুরিং থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, ‘রোকন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ডবলমুরিং এলাকার দাইয়া পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রয়েছে।’

স্থানীয়ভাবে চট্টগ্রাম মহানগর যুবলীগের এক সদস্যের ছত্রচ্ছায়ায় রাজনীতির সাথে যুক্ত সাইফুদ্দীন রোকন।

চলতি বছরের ৯ মে রাতে ডবলমুরিং থানার বলিরপাড়া এলাকা থেকে সাইকেল চুরি করার সময় পুলিশের হাতে আটক হয় আব্দুল মালেক রুমান ও বেলাল উদ্দিন রনি নামে দুই ব্যক্তি। এর মধ্যে রনি সাইফুদ্দীন রোকনের আপন ছোট ভাই।

চার সদস্যের এই চোর চক্রটি দিনে ইয়াবা ব্যবসা ও রাতে চুরি করে। এই চক্রটির মূল নেতৃত্ব দিচ্ছেন রোকন— এমনটিই জানালো ডবলমুরিং থানা পুলিশ।

বিএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!