দিনেদুপুরে ধারালো ছুরির ভয় দেখিয়ে প্রবাসীর টাকা ছিনতাই চন্দনাইশে

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় প্রবাসীকে মারধর করে ৩০ হাজার ৬০০ টাকা ছিনতাই করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. শামীম উদ্দিন।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে চন্দনাইশের মৌলভীবাজার সুলতান সওদাগর জামে মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত ছিনতাইকারীরা হলেন চন্দনাইশ বড়মা ইউনিয়নের মধ্যম বাইনজুরি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে আবুল হক এবং একই এলাকার রফিক মিয়ার ছেলে আকতার হোসেন। এদের মধ্যে আকতার হোসেনকে শুক্রবার (১০ জুলাই) সকালে গ্রেফতার করেছে চন্দনাইশ থানা পুলিশ।

ভুক্তভোগী শামীম উদ্দীন বলেন, ‘বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে আমি চন্দনাইশের সোনালী ব্যাংক মৌলভীবাজার শাখা থেকে ৩০ হাজার ৬০০ টাকা তুলে বাড়িতে যাচ্ছিলাম। মৌলভীবাজারের সুলতান আহমদ সওদাগর জামে মসজিদের সামনে গেলে আবুল হক ও আকতার হোসেন ধারালো অস্ত্র প্রদর্শন করে আমার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়া চেষ্টা করে। আমি টাকা দিতে না চাইলে তারা আমাকে কিল, ঘুষি ও লাথি মারে। একপর্যায়ে তারা আমার প্যান্টের পকেটে থাকা সবটাকা ছিনিয়ে নেয়।’

তিনি আরও বলেন, ‘আমি ঘটনাটি বরকল ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানকে জানাই। তিনি আমাকে থানায় অভিযোগ করতে বলেছেন। আমি থানায় অভিযোগ করেছি।’

এ বিষয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেশব চক্রবর্তী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘এ ঘটনার জড়িত থাকার অভিযোগে আকতার হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।’

এমআইটি/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!