দিনরাত আসরেই থাকে হালিশহরের ১৯ জুয়াড়ি

চট্টগ্রাম নগরের হালিশহর থানা এলাকায় আসর থেকে ১৯ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। তারা প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত জুয়ার আসরে থাকে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে সবুজবাগ রাস্তার পাশ থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলো- মো. আবু তাহের (৩৫), মো. হাসান (২৭), মো. আলতাফ হোসেন (৩৩), মো. বাদশা (৩০), নুরুল করিম (৩০), মো. জহির উদ্দিন (৪৮), মো. ফয়সাল (২৪), মো. জাহাঙ্গীর (৪০), আব্দুস সালাম (৩৮), মো. কিবরিয়া (৩০), মাসুদুর রহমান (৩৫), মো. জাবেদ হোসেন (৩৩), মো. কামরুল ইসলাম (২৯), মো. তোফাইল (২৭), মো. সোহাগ (২৪), মো. রবিন (২৭), মো. হানিফ (৩৪), মো. ফারুক (২৯) ও মো. বখতিয়ার হোসেন (৩১)।

এরা সবাই হালিশহর থানাধীন বিভিন্ন এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে হালিশহর থানার ওসি রফিকুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, শনিবার রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১৯ জুয়াড়িকে আটক করা হয়েছে। এরা সবাই হালিশহর বিভিন্ন এলাকায় বসবাস করেন।

তারা সবাই প্রফেশনাল জুয়াড়ি। দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আসর বসিয়ে জুয়া খেলা আসছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


মুআ/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!