দিনমজুরের পাশে ফেসবুক গ্রুপ ‘মানুষ হতে চাই’

কেউ দিয়েছে ৫০০ টাকা, কেউবা ৫ হাজার। এক’শ কিংবা দু’শ টাকা দিয়েও সাহায্যের হাত বাড়িয়েছেন কেউ কেউ। ফেসবুকের একটি গ্রুপের আহবানে সাড়া দিয়ে খেটে-খাওয়া, দিনমজুরদের খাবার পৌঁছে দিতে বিকাশ একাউন্টে এভাবেই টাকা পাঠিয়ে যাচ্ছেন মানুষ। চট্টগ্রামের চার তরুণের উদ্যোগে পরিচালিত গ্রুপটির নাম ‘মানুষ হতে চাই’।

তৌহিদুল ইসলাম, ইকবাল হোসেন টিপু, রিয়াদ শহীদুল, তানভীর হোসেন সিফাত- এই চার তরুণ এই গ্রুপের উদ্যোক্তা। এদের মধ্যে তৌহিদুল ইসলাম পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বাকি তিন জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

ইকবাল হোসেন টিপু চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘করোনাভাইরাস পরিস্থিতি বাংলাদেশে ঘনীভূত হয়েছে। দেশের সবকিছুই বন্ধ। এমন পরিস্থিতিতে সবচেয়ে দূর্ভোগ পোহাবে খেটে-খাওয়া মানুষ, দিনমজুর। কারণ কাজ না থাকলে তাদের পেটে পড়েনা খাবার। এমন পরিস্থিতি ভাবনায় ফেললো আমাদের। ‘কিছু একটা করতে হবে’- এমন ভাবনা থেকে আমরা চার জন বসলাম একসঙ্গে। সবাই যেহেতু ঘরবন্দি, সাহায্য চাইতে যাওয়া যাবেনা কারো কাছে। আবার নিজেরাও এখনও প্রতিষ্ঠিত হতে পারিনি আর্থিকভাবে। তাহলে কী কিছু করা যাবেনা খেটে খাওয়া মানুষদের জন্য?

তিনি বলেন, এমন সময় একজনের মাথায় বুদ্ধি এলো ফেসবুক গ্রুপ খোলার। যে গ্রুপে ফেসবুক বন্ধুদের যুক্ত করে চাওয়া হবে সাহায্য। সাহায্যের অর্থের স্বচ্ছতা নিশ্চিত রাখতেও হিসাব দেওয়ার আয়োজন থাকবে গ্রুপে। সবাই পরামর্শ করে গ্রুপের নাম রাখা হল ‘মানুষ হতে চাই’। গ্রুপের এই নামই টানলো মানুষকে। এগিয়ে এলো প্রায় ২ হাজারের মানুষ।’

‘বিকাশ একাউন্টের মাধ্যমে আমরা টাকা সংগ্রহ করছি। গ্রুপটিতে কে কত টাকা দিয়ে সহযোগিতা করেছেন তা উল্লেখ করে দিচ্ছি। আবার কেউ যদি নিজের নাম প্রকাশ না করতে চান তাহলে তার নাম দিচ্ছিনা। খাদ্যসামগ্রী বিতরণের ছবি, ভিডিও প্রকাশের পাশাপাশি পণ্যের ক্রয় রশিদের ছবিও দিয়ে দিচ্ছি গ্রুপে। যাতে স্বচ্ছতা নিশ্চিত থাকে।’বলেন টিপু।

তিনি বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী, শিক্ষকরা ভালই সাড়া দিয়েছেন। ফেসবুক বন্ধুদের পাঠানো অর্থে এ পর্যন্ত এই ফেসবুক গ্রুপের মাধ্যমেই প্রায় কয়েকশ’ মানুষকে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। প্রতি প্যাকেটে ৫ কেজি চাল, ৪ কেজি আলু, ১ কেজি করে ডাল, চিড়া। সঙ্গে ছিল তেল ও সাবান। বিত্তবানরা যদি আমাদের এই উদ্যোগে অংশ নেন আমরা আরও বড় পরিসরে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে পারবো।’

ইকবাল হোসেন টিপু আরও বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শের ছাত্ররাজনীতি করি আমরা। এই রাজনীতির মৌলিক পাঠই হলো মানুষের সুখ-দুঃখের সারথী হওয়া। মহামারি, দুর্ভিক্ষ সামলানোর প্রয়োজনীয় শিক্ষা বঙ্গবন্ধুই শিখিয়ে গেছেন বাঙালিকে৷ করোনাভাইরাস যখন বাংলাদেশেও থাবা দিল, ভেবে বসলাম আমরাতো বসে থাকতে পারিনা। ঝুঁকি থাকলেও, ঝুঁকি মাড়িয়েই খেটে-খাওয়া মানুষের পাশে থাকতে হবে।’

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!