দায়ের কোপে কর্ণফুলীর যুবকের হাত বিচ্ছিন্ন, চট্টগ্রাম মেডিকেল থেকে ঢাকায় প্রেরণ

চট্টগ্রামের কর্ণফুলীতে একদল দুর্বৃত্তদের রাম দায়ের আঘাতে মো. হোসেন (২৩) নামে এক যুবকের বাম হাত বিছিন্ন বলে খবর পাওয়া গেছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের (৬ নং ওয়ার্ড) খোয়াজনগর গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই গুরুতর আহত যুবককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ২৩ ওয়ার্ড এর জরুরি অপারেশন রুমে দুই ঘন্টা ব্যাপী চেষ্টা করেও হাত জোড়া লাগাতে না পেরে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেছে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) নুরুল আলম আশেক।

আহত যুবকের বাড়ি চরপাথরঘাটা ইউনিয়নের (৬ নম্বর ওয়ার্ড) খোয়াজনগর গ্রাম। তার পিতার নাম মৃত মো. ইয়াছিন।

স্থানীয়রা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একদল দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মো. হোসেন এর উপর অতর্কিত আক্রমণ করেন। এ সময় ধারালো রাম দা দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যান।

তবে কী কারণে তার ওপর আক্রমণ করেছে, কারা করেছে, সে বিষয়ে কিছু জানা না গেলেও আহত যুবকের বড় ভাই মো. হাসান চমেক হাসপাতাল থেকে মুঠোফোনে প্রতিবেদককে বলেন, ‘সাহাব উদ্দিনের নেতৃত্বে আনিসুল হক সহ এক দল সন্ত্রাসীরা আমার ভাইয়ের উপর হামলা করেছেন। তাদের ধারালো রাম দার আঘাতে আমার ভাইয়ের বাম হাত প্রায় বিছিন্ন হয়ে গেছে। কনুই ভেঙ্গে গেছে।’

সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য মো. আব্দুন নুর জানান, ঘটনার বিষয়ে তিনিও শুনেছেন কিন্তু কেন কী কারণে মারামারি হয়েছে তা তিনি জানেন না।’

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ জানান, ‘আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক। হামলাকারীদের এখনো শনাক্ত করা যায়নি। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!