দামপাড়ায় ফের করোনা রোগী শনাক্ত, পুলিশই শিকার

একদিন পর ফের নগরবাসীর জন্য দুঃসংবাদ নিয়ে এলো করোনাভাইরাস, তাও নগরীর দামপাড়া এলাকায়। চট্টগ্রাম বিভাগে দুজন করোনা রোগী শনাক্ত হয়েছে। প্রথম শনাক্ত হওয়া করোনা পজিটিভ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে না যেতেই দামপাড়া এলাকায় আবার এসে হাজির করোনা। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে শনাক্ত হওয়া রোগী দামপাড়া এলাকার। যার বয়স ৩৮ বছর। শনাক্ত হওয়া অপরজন লক্ষ্মীপুরের বাসিন্দা।

শুক্রবার (২৪ এপ্রিল) এ বিষয়ে নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

জানা যায়, দামপাড়ায় শনাক্ত হওয়া এ রোগী ট্রাফিক উত্তর বিভাগের পুলিশ সদস্য।

গত ২৪ ঘন্টায় ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ল্যাবে ১৮৩টি নমুনা পরীক্ষায় চট্টগ্রাম বিভাগের এই দুই জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। নতুন শনাক্ত হওয়া একজনসহ চট্টগ্রামে করোনার সংক্রমিত রোগীর সংখ্যা ৪৪ জন। এরমধ্যে মহানগরে ২৭ জন এবং বিভিন্ন উপজেলায় ১৭ জন। পজিটিভ হওয়া রোগীদের মধ্যে ইতিমধ্যেই ১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এসআর/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!