দাফনের পরপরই জানা গেল তিনি করোনা পজিটিভ

কক্সবাজারের চকরিয়ায় করোনায় আক্রান্ত হয়ে আনোয়ারা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মে) সকাল ৮টায় কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্বাস্থ্যবিধি ও ধর্মীয় নিয়ম অনুসরণ করে বিকেলে তাকে কবর দেওয়া হয়েছে।

মৃত আনোয়ারা বেগম চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মৃত বদিউল আলমের স্ত্রী।

করোনায় মৃত নারীর ছেলে রফিক বলেন, ‌‘আমার মা দীর্ঘদিন ধরে হার্ট ও শ্বাসতন্ত্রের অসুখে ভুগছিলেন। গতকাল বৃহস্পতিবার হঠাৎ আমার মায়ের শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে চকরিয়ার ইউনিক হাসপাতালে নেওয়া হলে তাকে কক্সবাজারে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয় কর্তৃপক্ষ। পরে আমরা মাকে নিয়ে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি।’

তিনি আরো বলেন, ‌‌‘ওইদিন মার করোনা টেষ্টের জন্য নমুনা সংগ্রহ করে সদর হাসপাতাল কর্তৃপক্ষ। রিপোর্ট আসার আগে শুক্রবার সকাল ৮টার দিকে মা মারা যায়। পরে বিকেলে জানতে পারি মা করোনা পজিটিভ ছিলেন।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর্তা আমির হামজা বলেন, ‘ওই নারীকে আমাদের হাসপাতালে আনা হয়নি। তাই আমাদের কাছে তথ্য ছিল না। পরে শুক্রবার বিকেলে কক্সবাজার সদর হাসপাতাল থেকে রিপোর্ট আসলে জানতে পারি মারা যাওয়া আনোয়ারা বেগম করোনা পজিটিভ ছিলেন।’

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!