দানবাক্স ভাঙতে না পেরে চট্টগ্রামের মন্দিরের ঘট ভেঙে দিয়ে গেল দুর্বৃত্তরা

মন্দির এলাকায় বসবে সিসিটিভি ক্যামেরা

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মন্দিরের ‘দানবাক্স’ ভাঙার চেষ্টা করে তাতে সফল না হয়ে মন্দিরে থাকা ‘ঘট’ ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে শ্মশানের পাশে এলাকাটি নির্জন হওয়ায় এই ধরনের ঘটনা ঘটেছে উল্লেখ করে দ্রুত সময়ের মধ্যে ওই এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানোর ঘোষণা দিয়েছে প্রশাসন।

শনিবার (২৪ অক্টোবর) গভীর রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরার ইউনিয়নের উত্তর মছজিদ্দা মগপুকুর দক্ষিণ পাড় মহাশ্মশান মগদ্বেশ্বরী ও শীতলা মন্দিরে এ ঘটনা ঘটে।

মন্দির কমিটির সভাপতি ও পূজারী হিমাংশু বিমল নাথ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বট ও অশ্বত্থ গাছ ঘিরে জগন্নাথ, মগেদ্বশ্বরী ও শীতলা মন্দির। প্রায় ৩০ বছর আগে পাশাপাশি মন্দিরগুলো করা হয়েছিল। সেখানে প্রতিবছর তিনটি করে উৎসবের আয়োজন করা হয়।

দানবাক্স ভাঙতে না পেরে চট্টগ্রামের মন্দিরের ঘট ভেঙে দিয়ে গেল দুর্বৃত্তরা 1

তিনি বলেন, ‘শনিবার রাতের আঁধারে দুর্বৃত্তরা মগেদ্বশ্বরী মন্দিরের গেইট ভাঙার চেষ্টা করে। না পেরে ইটপাটকেল নিক্ষেপ করে এবং বাঁশ দিয়ে ঘট উল্টে দেয়। পাশাপাশি শীতলা মন্দিরের ঘট ভেঙে দিয়ে কাপড়গুলোও ছিঁড়ে দেয়।’

কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদ হোসেন চৌধুরী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘এলাকাটা নির্জন আর মহাশ্মশান থাকায় সেখানে লোকজনের আনাগোনা কম থাকে। এই সুযোগে কেউ মন্দিরের দানবাক্স ভাঙ্গার চেষ্টা করেছিল। সেটায় ব্যর্থ হয়ে পরে মন্দিরে থাকা তিনটি ঘট ভেঙে দিয়ে যায়।’

ঘটনাস্থল ঘুরে এসে চেয়ারম্যান বলেন, ‘আমাদের এলাকায় দারুণ ধর্মীয় সম্প্রীতি আছে। তবু একটা ঘটনা যেহেতু ঘটেছে, আমি সেই এলাকাটাকে সিসিটিভির আওতায় আনবো। যাতে সামনে আর এমন কিছু না ঘটে।’

সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘মন্দিরের দানবাক্স ভেঙে চুরির চেষ্টা হয়। সেটা না পেরে পরে পাশের বটগাছের নিচে রাখা ঘট ভেঙে দেওয়া হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

এআরটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!