দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো সামাজিক সংগঠন ‘জয়ী’

মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের শুলকবহরে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন জয়ী। রোববার (২০ ডিসেম্বর) নগরীর সামারা কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

জয়ী’র আহ্বায়ক যমুনা তালুকদারের সভাপতিত্বে ও সদস্য জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জয়ী’র প্রতিষ্ঠাতা উপদেষ্টা ও ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মোরশেদ আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৪২ নম্বর সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক দ্বীনবন্ধু দাশগুপ্ত, নাসিরাবাদ শিল্পাঞ্চল “বি”-ইউনিট আওয়ামী লীগের সভাপতি জাফর আহমেদ, আওয়ামীলীগ নেতা আলী হায়দার, পলিটেকনিক ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবুল, শেখ ফরিদ চশমা ইউনিট আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ আসাদ সর্দার, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন লেদু, চট্টগ্রাম মহানগর ইউএনডিপি ক্লাস্টার চেয়ারপার্সন আনোয়ারা আলম, সামাজিক সংগঠন বিজয়কেতনের সভাপতি নুর নাহার ফুলু, ৪২ নম্বর সাংগঠনিক মহিলা আওয়ামী লীগের সদস্য সচিব হোসনে আরা সোমা, বিজয়কেতনের সাধারণ সম্পাদক রিয়া দাশ চায়না, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুন্নাহার রেখা, ৪২ নম্বর সাংগঠনিক ওয়ার্ড মহিলা আওয়ামীলীগ নেত্রী লাকী বেগম, জয়ী’র সদস্য শামসুন্নাহার বেগম রিমু, লুৎফুন্নেছা মঞ্জু প্রমুখ।

উপস্থিত ছিলেন সমাজসেবক আসাদুজ্জামান, ইকবাল হোসেন, জয়ী’র সদস্য শিরিন আক্তার, অঞ্জু ভৌমিক, মনোয়ারা আক্তার মনি, লিপি বেগম, আয়েশা আক্তার, রুমি আক্তার, প্রমি আক্তার, মনোয়ারা বেগম, নুসরাত জাহান, নাজমা আক্তারসহ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে মো. মোরশেদ আলম বলেন, শীতের আগমন যেমন আমাদের প্রকৃতিতে নতুনত্বের আবহ জানান দেয়, ঠিক তেমনি অন্যদিকে অসহায় মানুষদের জন্য শীতের প্রকটতা মানেই হলো দুঃসহনীয় এক জীবনযাত্রা। একটি শীতবস্ত্রের জন্য তারা চেয়ে থাকে ফ্যাল-ফ্যাল চোখে। সেই সকল মানুষগুলোর চাহিদার কথা ভেবে সামাজিক সংগঠন জয়ী’র এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। আর এই মহতী উদ্যোগে সমাজের সকল সামর্থ্যবানদেরও এগিয়ে আসার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!