দক্ষিণ রাউজানে মুনিরীয়ার অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

মুনিরীয়া যুব তবলীগ কমিটির সকল কার্যক্রম বন্ধের দাবিতে দক্ষিণ রাউজানের নোয়াপাড়া পথেরহাটস্থ ভারতেশ্বরী প্লাজা চত্বরে এক বিশাল প্রতিবাদ সমাবেশ আজ ২২ জুন শনিবার অনুষ্ঠিত হয়।

দক্ষিণ রাউজানের ‘সর্বস্তরের সুন্নি জনতার’ ব্যানারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে নোয়াপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া মেম্বারের সভাপতিত্বে দক্ষিণ রাউজান গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সাবেক কমিশনার পেয়ার মোহাম্মদ, কেন্দ্রীয় যুগ্ন-মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, আন্দোলনের নেতৃত্বদানকারী রাউজান উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব দিদারুল আলম, সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির,পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান লায়ন সাহাব উদ্দিন আরিফ, উরকিরচর ইউপি চেয়ারম্যান সৈয়্যদ আব্দুল জব্বার সোহেল, পাহাড়তলী ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন, উপজেলা যুবলীগের সহ সভাপতি সুমন দে, গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার প্রচার-প্রকাশনা সম্পাদক আহসান হাবিব চৌধুরী হাসান, ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মাহমুদ, আল্লামা আবুল কালাম বয়ানী, আল্লামা এমদাদুল হক মুনিরী, মাওলানা জিল্লুর রহমান হাবিবী, সৈয়্যদ আবদুল্লাহ রশিদী, তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা শওকত হোসেন রেজভী, উত্তর জেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম, দক্ষিণ রাউজান গাউছিয়া কমিটির সাবেক সভাপতি আহমেদ ছৈয়্যদ, যুবসেনা চট্টগ্রাম উত্তর জেলার সহ সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, ছাত্রসেনার সাবেক সভাপতি আব্দুল্লাহ আল রোমান, বর্তমান সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন জাবেদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

মুনিরীয়া যুব তবলীগ কমিটির কার্যক্রম বন্ধের দাবিতে দক্ষিণ প্রতিবাদ সমাবেশ
মুনিরীয়া যুব তবলীগ কমিটির কার্যক্রম বন্ধের দাবিতে দক্ষিণ প্রতিবাদ সমাবেশ

প্রতিবাদ সমাবেশের শুরুতে কোরআন তেলোয়াত করেন নোয়াপাড়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ আবদুল আজিজ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ইসলামের নাম দিয়ে মানুষের ওপর নির্যাতন, নিপীড়ন আর জুলুম হত্যা করে সমগ্র রাউজানে ত্রাস সৃষ্টি করেছিল মুনিরীয়া যুব তবলীগ কমিটি।

বক্তারা বলেন, সমগ্র রাউজানের মানুষ এই অন্যায়, অবিচার আর নির্যাতনের বিপক্ষে এ বি এম ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে। ইসলামের নামে জঙ্গিবাদ কর্মকান্ড প্রতিরোধ করতে রাউজানের আপামর সুন্নি জনতা থেকে শুরু করে সর্বস্তরের মানুষ একই ব্যানারে ঐক্যবদ্ধ হয়েছে। মুনিরীয়ার সকল কার্যক্রমের মূলোৎপাটন করার ঘোষনা দেন বক্তারা।

এর আগে বেলা দুইটার পর থেকে দক্ষিণ রাউজানের বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে বিপুল সংখ্যক সুন্নি জনতা প্রতিবাদ সমাবেশে অংশ নিতে থাকে। এ সময় মুনিরীয়াবিরোধী স্লোগানে দক্ষিণ রাউজানের নোয়াপাড়া পথেরহাট চত্বর মুখরিত হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!