দক্ষিণ চট্টগ্রাম রুটে বাড়তি ভাড়া আদায়ে ৬ পরিবহনকে জরিমানা

বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে দক্ষিণ চট্টগ্রামগামী বাসগুলোতে সাঁড়াশি অভিযান চালিয়েছে বিআরটিএ। যাত্রীদের অভিযোগের ভিত্তিতে নতুন ব্রিজ ও মইজ্জারটেক এলাকায় মঙ্গলবার (১১ মে) পরিচালিত অভিযানে বাড়তি ভাড়া আদায়ের অপরাধে ছয় পরিবহনকে ৯৩ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মনজুরুল হক।

অভিযানে বাড়তি ভাড়া আদায় ও যাত্রী হয়রানির অপরাধে পটিয়া-সাতকানিয়া-লোহাগাড়া ও বাঁশখালী রুটের পাঁচ বাসকে ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়। দুটি বাস ও ম্যাক্সিমা কারের যাত্রীদের কাছ থেকে নেয়া বাড়তি ভাড়া তাৎক্ষণিক যাত্রীদের ফিরিয়ে দিতে বাধ্য করা হয়।

ওই যাত্রী হয়রানির অভিযোগে চট্টগ্রাম-কক্সবাজার রুটের শ্যামলী পরিবহনের ঢাকা মেট্রো ব ১১-১৪৮১ নম্বরের বাসের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এমএ/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!