দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে আগাম পালিত হলো কোরবানির ঈদ

সৌদিআরবের সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে স্বাস্থ্যবিধি মেনে আগাম পালিত হলো কোরবানির ঈদ। সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা শুক্রবার ঈদ উদ্‌যাপন করেছেন।

শুক্রবার (৩১ জুলাই) সকাল ৮টায় মির্জাখীল দরবার শরীফ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এর পর আনোয়ারা, সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়া, বাঁশখালী, লোহাগাড়া, বোয়ালখালীর অর্ধশতাধিক গ্রামে ঈদুল আজহার পৃথক পৃথক জামাত অনুষ্ঠিত হয়েছে। এর নিজ নিজ এলাকায় পশু কোরবানির মাধ্যমে পালিত হয় কোরবানির ঈদ।

জানা গেছে, প্রতি বছর সৌদিআরবের সঙ্গে মিল রেখে দে‌শের একদিন আগেই রোজা ও ঈদ এবং কোরবানের ঈদ করেন এসব গ্রামের মুসলমানরা।

মির্জাখীল দরবার শরীফের মুখপাত্র মো. মছউদুর রহমান বলেন, করোনাভাইরাসের কারণে এবার দরবার শরীফে বড় ঈদ জামাত বাদ দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে অনুসারীরা নিজ নিজ এলাকায় ছোট পরিসরে ঈদের জামাতে অংশ নিয়েছেন।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!