থেমে থেমে গুলিবিনিময় বিশ্বকলোনির পাহাড়ে, মাইক্রো এসে তুলে নিল পাহাড়তলীর জসিমকে

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯ নং পাহাড়তলী ওয়ার্ডের বিশ্ব কলোনির পি-ব্লক কোয়াক স্কুল ভোট কেন্দ্রের দখল নিতে গিয়ে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। ঘটনার পর বিকেল সাড়ে তিনটার দিকে একটি সাদা মাইক্রোবাস এসে তুলে নিয়ে যায় পাহাড়তলী ওয়ার্ডের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী জহুরুল আলম জসিমকে।

স্থানীয়ভাবে সাদা মাইক্রোবাসে আসা লোকজনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলে ধারণা করা হলেও পুলিশ এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার করেনি।

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগের ডিসি (পশ্চিম) মনজুর মোরশেদকে একাধিকবার ফোন করেও এ ব্যাপারে নিশ্চিত কিছু জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (২৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে ৯ নং এই ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী আবছার মিয়া এবং বিদ্রোহী প্রার্থী সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিমের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে।

আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী আবছার মিয়ার সমর্থকরা ভোটকেন্দ্রটির দখল নিতে এলে সংঘর্ষের শুরু হয় বলে জানা গেছে। এ সময় জসিমের অনুসারী হাসান নামে এক যুবক গুরুতর আহত হন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পরে বেলা আড়াইটার দিকে জহুরুল আলম জসিমের অনুসারীরা পাল্টা গুলি চালালে আবছার মিয়ার অনুসারীরা পার্শ্ববর্তী পাহাড়ের দিকে সরে যায়।

বিকাল তিনটা পর্যন্ত কোয়াক স্কুল ভোট কেন্দ্রের পেছনের পাহাড়ে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে থেমে থেমে গুলিবিনিময় হচ্ছিল।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!