থানচিতে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত

থানচিতে বলিপাড়া বিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়েছে।

জানা যায়, এ পবিত্র দিনে বৌদ্ধ ধর্মাবলম্বীরা সবাই নববস্ত্রে সজ্জ্বিত হয়ে বৌদ্ধ বিহারে যান।বুদ্ধ বৃক্ষে সবাই পানি দেয়, বুদ্ধ ও ভিক্ষুসংঘকে দান-দক্ষিণা দেয়। এ দিনে শীল গ্রহণ করে এবং ভিক্ষুদের আহার প্রদান করা হয়। প্রতি বিহারে উৎসবের আয়োজন হয়, বিকালের দিকে ধর্মীয় সভা, প্রদীপ প্রজ্জ্বলন এবং পঞ্চশীল গ্রহণ করা হয়।

উল্লেখ্য, বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা।এ দিবসকে অনেকে ছোট সাংগ্রাইও বলে থাকেন।বৌদ্ধ ধর্মের প্রবর্তক মহামতি গৌতম বুদ্ধ এদিনে জন্মগ্রহণ করেন, বুদ্ধত্ব লাভ করেন এবং দেহত্যাগ করে মহাননির্বাণ লাভ করেন। এই ত্রি-স্মৃতিময় দিনকে বৌদ্ধরা শুভ বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালন করে থাকেন।

এস.আর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!