থানচিতে পুড়ে ছাই ২০০ দোকান

ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে চট্টগ্রামের বান্দরবানের থানচি উপজেলা শহরের বাজার।

এতে প্রায় ২০০টি দোকান পুড়ে গেছে। সোমবার (২৭ এপ্রিল) ভোর সোয়া ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হক মৃদুল। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও জানাতে পারেনি কেউ।

ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারের উত্তর পাশে মসজিদের গলির একটি দোকান থেকে ভোরে আগুনের সূতপাত হয়। শহরের কয়েকটি পাকা-আধা পাকা দোকান ছাড়া সব কাঁচা দোকানপাট-বাসাবাড়ি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রায় আড়াই ঘণ্টা ধরে আগুনের লেলিহান শিখায় জ্বলতে জ্বলতে সকাল ৭টার দিকে উপজেলা সদরের বাজারটির সবকিছু ভস্মীভূত হয়ে যায়।
থানচিতে পুড়ে ছাই ২০০ দোকান 1
ব্যবসায়ী আব্দুল খালেক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন- বিরানভূমিতে পরিণত হয়েছে বাজার এলাকা। বাজারের ব্যবসায়ীরা সর্বস্ব হারিয়ে এখন খোলা আকাশের নিচে হাহাকার করছেন।

ধারণা করা হচ্ছে, থানচি বাজারের কোন দোকানের চুলা থেকে আগ্নিকাণ্ডের সূচনা হতে পারে। একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হলে একে একে থানচি বাজারে অবস্থিত দোকান ও বসতবাড়ি সবগুলো পুড়ে যায় ।

এতে অন্তত ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে থানচি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি স্বপন বিশ্বাস বলেন, আগুনের ঘটনায় ৪০ থেকে ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।

জানাযায়- আগুন নিয়ন্ত্রণে আনার জন্য বান্দরবান শহর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌনে ৬ টার দিকে থানচির উদ্দ্যেশে রওনা হয়। আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!