থাইল্যান্ডফেরত যুবকের জরিমানা চকরিয়ায়

কক্সবাজারের চকরিয়ায় হোম কোয়ারেন্টাইনে না থাকায় থাইল্যান্ড প্রবাসী এক যুবককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ মার্চ) দুপুরে চকরিয়া পৌরসভার ঘনশ্যামবাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন বলেন, কয়েকদিন আগে থাইল্যান্ড থেকে এসে প্রবাসী ওই যুবক বিভিন্ন জায়গায় ঘুরাফেরা করছেন। এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এ সময় তার কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তাকে হোম কোয়ারান্টাইন মেনে চলার নির্দেশ দিই। যদি আবার এলাকায় ঘুরাফেরা করতে দেখা যায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!