ত্রাণ কর্মকর্তার ৪২ বছরের জেল

ত্রাণ কর্মকর্তার ৪২ বছরের জেল 1প্রতিদিন ডেস্ক : ১৯৮৮ সালের বন্যার পর বিভিন্ন দেশ থেকে আসা ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে চট্টগ্রামের তৎকালীন ত্রাণ কর্মকর্তাসহ দুজনকে ৬টি মামলায় ৭ বছর করে মোট ৪২ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। তারা হল তৎকালীন ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা বিপ্লব কুমার শর্মা ও হালিশহন ত্রাণ গুদামের সহকারী জয়নাল আবেদিন।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রহুল আমিন তাদের বিরুদ্ধে এই রায় দিয়েছেন।
উল্লেখ্য, ত্রাণের টিন আত্মসাতের দায়ে দুর্নীতি দমন ব্যুরোর তৎকালীন পরিদর্শক নূরুল ইসলাম ১৯৮৮ সালে নগরীর পাহাড়তলী থানায় মামলাটি দায়ের করেছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!