তূর্ণা নিশিতার নিচে পড়ে মাথা আলাদা হয়ে গেল অজ্ঞাত নারীর

রেললাইনে দাঁড়িয়ে চলন্ত ট্রেন থামানোর চেষ্টা

রেললাইনের ওপর দাঁড়িয়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর তূর্ণা নিশিতা এক্সপ্রেস ট্রেন থামাতে গিয়ে মারা গেলেন অজ্ঞাত এক নারী।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৫০ মিনিটে আন্তঃনগর তূর্ণা নিশিতা এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া জংশন স্টেশনে প্রবেশ করার সময় অজ্ঞাত ওই নারী ট্রেনের নিচে কাটা পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী ছিলেন মানসিক ভারসাম্যহীন। তিনি আখাউড়া স্টেশন এলাকায় ভবঘুরে ছিলেন। বৃহস্পতিবার রাত ২টা ৫০ মিনিটে ঢাকাগামী আন্তঃনগর তূর্ণা নিশিতা এক্সপ্রেস ট্রেন যখন আখাউড়া জংশন স্টেশনে প্রবেশ করছিল, সেই সময় ওই নারী স্টেশনের দক্ষিণ আউটার সিগন্যাল এলাকায় রেললাইনের মাঝে দাঁড়িয়ে ট্রেন থামাতে পাঁয়চারি করছিলেন।

এ সময় চলন্ত ট্রেনে কাটা পড়ে ওই নারীর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনের মাঝে দাঁড়িয়ে ট্রেন থামাতে পাঁয়চারি করার সময় উপস্থিত লোকজন ওই নারীকে ডাকাডাকি করেও রক্ষা করতে পারেননি।

শুক্রবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে নিহত ওই নারীর পরিচয় এখনও জানা যায়নি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!