তুচ্ছ তর্কে চাচার হামলায় আইনজীবী ভাইপোসহ আহত ৪

চাচার সাথে তুচ্ছ বাকবিতণ্ডার জেরে হাটহাজারীতে সপরিবারে নৃশংস হামলার শিকার হয়েছেন চট্টগ্রাম আদালতের আইনজীবী রিয়াদ উদ্দীন। রোববার (১৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে হাটহাজারীর ৬ নম্বর ওয়ার্ডের কড়িয়ার দীঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে আইনজীবী রিয়াদসহ তার পরিবারের ৪ সদস্য গুরুতর আহত হন। আইনজীবী রিয়াদের দুই চাচা ও তাদের ছেলে এ হামলা ঘটনা ঘটিয়েছে বলে জানায় রিয়াদের পরিবার।

ভুক্তভোগী আইনজীবী রিয়াদ বলেন, ‘আমার চাচা দিদারুল আলম বাবুল ও শফিউল আলম, চাচাত ভাই ইমতিয়াজ আলম বাপ্পি অতর্কিতভাবে লোহার রড ও কিরিচ নিয়ে আমার পরিবারের ওপর হামলা করে। আমার চাচার সাথে আমাদের কোন কোন মামলা মোকদ্দমা বা বিরোধ নেই। কিছুদিন আগে সরকারি রিলিফ নিয়ে তার সাথে আমার কিছুটা তর্কাতর্কি হয়েছিল। এরপর আজ অতর্কিতভাবে চাচা ও তার পরিবারের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। আমাকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। এতে আমার বাবা মা ও ভাইও গুরুতর আহত হয়েছেন।’

রিয়াদ আরও বলেন, ‘আমরা নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় লিখিত অভিযোগ করেছি। সেটি গ্রহণ করা হয়েছে। থানা থেকে আমাদের জানায় তদন্ত করে মামলা নেওয়া হবে।’

এ বিষয়ে জানতে হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এটা তাদের পারিবারিক বিষয়। ভাইয়ে ভাইয়ে ভূমির সীমা নিয়ে বিরোধ আছে। অভিযোগ নিয়ে এখনও আমার কাছে কেউ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব।’

এসএস/সিএম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!