তুচ্ছ ঘটনায় চাচাতো ভাইদের হাতে প্রতিবন্ধী স্কুল ছাত্র খুন

চট্টগ্রামের আনোয়ারায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের হাতে খুন হয়েছেন মাসুদুল আলম সিকদার (১৬) নামে এক স্কুল ছাত্র।

বুধবার (২৭ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার বৈরাগ ইউনিয়নের হুদ্বীপপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাসুদুল আলম একই গ্রামের নুরুল আনোয়ারের ছেলে। সে দক্ষিণ বন্দর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম হেলাল জানান, নুরুল হকের ভাই বদুরুল হকের কাছ থেকে একটি জমি ক্রয় করেন নুরুল আনোয়ার। তারা সম্পর্কে চাচাতো ভাই। নুরুল হকের কারণে কেনা জমি ভোগদখল করতে পারছেন না নুরুল আনোয়ার। বুধবার সকালে ওই জমিতে নুরুল আনোয়ারের প্রতিবন্ধী ছেলে মাসুদুল আলম সিকদার গোবর ফেলতে গেলে নুরুল হকের ছেলেদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নুরুল হকের ছেলে তিন ছেলে মোহাম্মদ হারুন (৪২), মোহাম্মদ ওসমান (৩২), মোহাম্মদ এমরান (৩০) তাকে কোদাল দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলে সে মারা যায়।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মুছা বলেন, একটি জমি নিয়ে নুরুল আনোয়ার ও নুরুল হকের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে বেশ কয়েকবার সালিশী বৈঠকও হয়েছে। আজ (বুধবার) সকালে নুরুল আনোয়ারের ছেলে ওই জমিতে গোবর ফেলতে গেলে নুরুল হকের ছেলেদের সাথে কথাকাটির এক পর্যায়ে আঘাত করলে ঘটনাস্থলে সে মারা যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ বলেন, জমি বিরোধে খুনের ঘটনায় নুরুল হক (৬০) নামে একজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!