তিন পার্বত্য জেলায় রোববার সকাল-সন্ধ্যা হরতাল

তিন পার্বত্য জেলায় রোববার সকাল-সন্ধ্যা হরতাল 1রাঙামাটি প্রতিনিধি : নুরুল ইসলাম নয়নকে হত্যা, অজ্ঞাত বাঙালী যুবকের লাশ উদ্ধার ও লংগদুতে বাঙালিদের গণগ্রেফতারের প্রতিবাদে রোববার তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।

শনিবার সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে দীঘিনালায় বিজিবি-পুলিশের উপর হামলাকারী ইউপিডিএফ ‘সন্ত্রাসী’দের গ্রেফতারের দাবি জানানো হয়।

পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘নয়ন হত্যাকারীদের গ্রেফতার করায় আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই। তবে হত্যাকারীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।’

একই সাথে লংগদুতে আবার আরেকজন বাঙালির লাশ পাওয়ার ঘটনা দু:খজনক। সেখানে গণগ্রেফতারের কারণে বাঙালিরা এলাকাছাড়া। আমরা গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!