তিন দিনের সফরে ব্রুনাই যাবেন প্রধানমন্ত্রী

চলতি মাসের শেষ সপ্তাহে তিন দিনের সফরে ব্রুনাই যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে জ্বালানি ও কৃষি সহযোগিতা,কুটনৈতিক এবং সরকারি পাসপোর্ট ধারীদের ভিসা ছাড় সংক্রান্ত চুক্তিসহ আরও কয়েকটি চুক্তি হতে পারে। তেল ও গ্যাস রাষ্ট্র ব্রুনাই সফরে প্রধানমন্ত্রী সুলতান হাসানাল বলকিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

পাশাপাশি বাংলাদেশের সাগরতলা থেকে গ্যাস ও তেল সম্পদ আহরণের প্রস্তাব দিবেন তিনি । ব্রুনাইয়ে প্রায় ১৬ হাজার বাংলাদেশি কর্মরত রয়েছে। সেখানে প্নচুর নার্সের চাহিদা ও রয়েছে। বাংলাদেশ থেকে প্রশিক্ষিত ইংরেজি জানা নার্স পাঠানোর বিষয়ে ব্রুনাই সুলতানকে প্রস্তাব দেয়ার সম্ভাবনা আছে প্রধানমন্ত্রীর। ব্রুনাই সুলতান বাংলাদেশের সাথে কৃষি খাতে বিনিয়োগ করতে আগ্রহী বলে জানান, নাম প্রকাশের অনিচ্ছুক প্রধানমন্ত্রীর দপ্তরের এক কর্মকর্তা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!