তিন দফা দাবিতে চবি কর্মচারি ইউনিয়নের কর্মবিরতি ঘোষণা

তিন দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মচারী ইউনিয়ন তিন দিনের কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করেছে। মঙ্গলবার হতে বৃহস্পতিবার (২২-২৪ ডিসেম্বর) প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টার এই কর্মবিরতি কর্মসূচি পালিত হবে।

সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে চবি কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ বাচ্চু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

তিন দফা দাবি হলো-
১. স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে নিম্নমান সহকারী পদমর্যাদা বাস্তবায়ন করতে হবে।
২. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রচলিত ২০, ২৫, ২৭ ও ৩০ এই চারটি ধাপ (বেতন স্কেল) বাস্তবায়ন করতে হবে।
৩. ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মে অধিকাল ভাতা ও প্রহরী ও পাম্প সহকারীদের নৈশকালীন ভাতা বাস্তবায়ন করতে হবে।

এ বিষয়ে চবি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ বাচ্চু চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমাদের এই দাবি নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। প্রশাসন আমাদের দাবির বিষয়ে কোন প্রকার কর্নপাতই করছে না। সর্বশেষ আমরা সিন্ডিকেট সভার আগে গত বৃহস্পতিবার মানববন্ধন করে আমাদের দাবি মেনে নেয়ার জন্য আহ্বান করেছি। কিন্তু শুক্রবার অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় আমাদের দাবির বিষয়ে কোন প্রকার আলোচনাই হয়নি। তাই আমরা তিন দিনের কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করেছি।’

তিনি আরও বলেন, ‘প্রশাসন সবার দাবি মেনে নেয়, কিন্তু আমাদের দাবি শুনেই না। কোন কমিটিতে আমাদের কোন প্রতিনিধি রাখা হয় না। আমরা নিরুপায় হয়ে কর্মসূচি দিতে বাধ্য হয়েছি।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভারপ্রাপ্ত এস এম মনিরুল হাসান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘তাদের দাবি মানা হচ্ছে। সবচেয়ে বড় যে দাবি ছিল সেটা বাস্তবায়ন করা হয়েছে। বাকি যেগুলোর কথা বলা হচ্ছে সেগুলো কয়েক বছর ধরে বন্ধ। আমরা ইউজিসির নীতিমালাসহ বিভিন্ন বিধি দেখে যৌক্তিক দাবি হলে অবশ্যই মেনে নিব।’

এমআইটি/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!