তিন গরুচোরকে পিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

গরু চুরি করে পালানোর সময় তিন চোরকে গণপিটুনি দিয়েছে জনতা। ধরা পড়ার আগে সিএনজি অটোরিকশা থেকে খালে ঝাপ দেয় চোরেরা। পরে তাদের পুলিশের হাতে তুলে দেয়া হয়।

শুক্রবার (১ অক্টোবর) চট্টগ্রামের আনোয়ারার রায়পুর বারশত ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা যায়, বোয়ালখালী ও কর্ণফুলী এলাকা থেকে তিন চোর আনোয়ারার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়ায় আসে।

সেখান থেকে গরু চুরি করে সিএনজি অটোরিক্সায় পালানোর সময় জনতা ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে তিনজনই খালে ঝাপ দেয়। পরে তাদের গণপিটুনি দিয়ে পুলিশে দেয়া হয়।

আটক তিনজন হলেন কর্ণফুলী উপজেলার আক্কাস উদ্দিন (৩৮), কালুরঘাট এলাকার দিদার (২৪) ও বোলায়খালী এলাকার মাহমুদ আলী (২৪)।

গ্রাম পুলিশ মোহাম্মদ মুসলিম উদ্দিন জানান, শুক্রবার বিকালে উত্তর বোয়ালিয়া রশিদের পরিত্যক্ত দোকান এলাকার সামনে দেখি শতাধিক মানুষ তিন গরু চোরকে গণধোলাই দিচ্ছে। চোরের দল রায়পুরের চুন্নাপাড়া এলাকা থেকে গরুটি চুরি করে নিয়ে আসে বলে জানিয়েছে।

বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিন চোরকে পুলিশের কাছে হস্তান্তর করি।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, গরু চুরি ঘটনার খবর পেয়ে পুলিশ তিন গরু চোরকে আটক করে এবং একটি গরু উদ্ধারসহ তাদের ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়। মামলা প্রক্রিয়াধীন আছে।

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!