তিনধাপে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল

নতুনভাবে যোগ হয়েছে একটি ওয়ানডে

বিভিন্নরকম দরকষাকষির পর অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে বাংলাদেশের পাকিস্তান সফর। বাংলাদেশ বারবার বলে আসছিল লম্বা সময়ের জন্য তারা পাকিস্তান সফরে যেতে আগ্রহী নয়। অন্যদিকে পাকিস্তানও নাছোরবান্দা মতে বলে আসছিল বাংলাদেশকে অবশ্যই পাকিস্তানে টেস্ট খেলতে হবে।এই নিয়ে অনিশ্চয়তার মাঝে মঙ্গলবার দুবাইয়ে আইসিসির সভায় দু’দেশের বোর্ড প্রধানদের মিটিং হয়।

আলাপ-আলোচনা শেষে উভয় বোর্ড এই সিদ্ধান্তে পৌছায় যে, টি-টোয়েন্টি, টেস্ট এবং ওয়ানডে-সব ফরম্যাটের ক্রিকেটই হবে এই সিরিজে। তবে তিন ধাপে বাংলাদেশ দল এই সফরে যাচ্ছে।

সফরের টি- টোয়েন্টি খেলবে বাংলাদেশ ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি। তারপর ৭ থেকে ১১ ফেব্রুয়ারি হবে একটি টেস্ট ম্যাচ। তৃতীয় ধাপে হবে একটি ওয়ানডে এবং সিরিজের দ্বিতীয় টেস্ট। তৃতীয় ধাপের এই ওয়ানডে হবে ৩ এপ্রিল এবং সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে ৫ থেকে ৯ এপ্রিল।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!