তামিম ইকবালের মাসহ পরিবারে আরও ৩ জন করোনা আক্রান্ত

শুক্রবার রাতেই তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল জেনেছিলেন তিনি করোনা আক্রান্ত। গণমাধ্যমে সেই খবর প্রকাশ হয় শনিবার (২০ জুন) দুপুরে। নাফিস ইকবাল আক্রান্ত হওয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই খান পরিবার পেলো আরো একটি দুঃসংবাদ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তামিম ও নাফিস ইকবালের মা নুসরাত ইকবাল। মায়ের সাথে নাফিসের স্ত্রী ও সন্তানও করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে তামিমের পারিবারিক একটি সূত্র। তবে তাদের কারোই জ্বর ছাড়া অন্য কোন উপসর্গ ছিলো না। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বাসায় বসেই চিকিৎসা নিচ্ছেন তারা।

তামিমের পরিবারে নাফিসের পাশাপাশি অন্যান্যদের করোনা আক্রান্তের খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেছে তামিম ইকবাল খানের পারিবারিক সূত্র। এর আগে শনিবার (২০ জুন) দুপুরেই জানা যায় মাশরাফী করোনায় আক্রান্ত। জ্বর আসলে করোনা পরীক্ষায় জন্য নমুনা পাঠিয়েছিলেন মাশরাফী। পরে মাশরাফীর রিপোর্ট আসে পজিটিভ। এরপরেই জানা যায়, ক্রিকেটার নাজমুল ইসলাম অপুর করোনায় আক্রান্ত হওয়ার। অপুসহ তার বাবা এবং মায়েরও করোনা পজিটিভ।

বলতে গেলে শনিবার দিনটি বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে শনির দশা নিয়ে আসে।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!