তানভীর হত্যায় জড়িত একজন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে প্রতিপক্ষের হামলায় আনোয়ার জাহিদ তানভীর হত্যায় জড়িত নেছার উদ্দীন (৩৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (২০ মার্চ) ফেনী জেলার সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নেছার উদ্দীন ১৮ মার্চ রাতে আনোয়ার জাহিদ তানভীর হত্যার সঙ্গে সরাসরি জড়িত বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান জুয়েল জানান, তানভীর হত্যায় সরাসরি অংশ নেন গ্রেফতার নেছার উদ্দীন। ঘটনার পর তিনি ফেনী পালিয়ে গিয়েছিলেন।

প্রসঙ্গত, বুধবার (১৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মোর্শেদ আকতার চৌধুরীর বাসার সামনে প্রতিপক্ষের হামলায় নিহত হন তানভীর। এই হামলার জন্য ওই ওয়ার্ডে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অধ্যাপক ইসমাইলের সমর্থকদের দায়ী করা হচ্ছে। পরে বৃহস্পতিবার (১৯ মার্চ) হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করে পুলিশ।

এএ/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!