তরুণ সংঘের আধিপত্য নিতে যুবককে হত্যা

তরুণ সংঘ নামে একটি সংগঠনের আধিপত্য বিস্তারের জেরে এক যু্বককে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এ সময় আহত হয়েছেন নিহত যুবক মো. হানিফের (২২) ছোট ভাই অনিক।

হানিফ ও অনিক আমবাগান মাসুদ কলোনি এলাকার মো. আলাউদ্দিনের ছেলে। অনিক বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

সোমবার (৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে আমবাগান তরুণ সংঘ মাঠে এ ঘটনা ঘটে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শহিদুর রহমান মুঠোফোনে চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘দীর্ঘদিন ধরে তরুণ সংঘের আধিপত্য নিয়ে স্থানীয় যুবক হানিফ ও অন্য পক্ষ সোহাগ, হাসান, সোহেলের মধ্যে বিরোধ চলে আসছিল। সংগঠনের পক্ষ থেকে ঈদে মিলাদুন্নবীর আয়োজনের টাকার ভাগ বাটোয়ারা নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।’

‘আজ (সোমবার) বিকেলে এসব নিয়েই কথা কাটাকাটির এক পর্যায়ে অনিক ও হানিফকে সোহাগ, হাসান, সোহেল সহ কয়েকজন মিলে উপর্যুপরি ছুরিকাঘাত করে। গুরুতর আহতাবস্থায় হানিফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সর্দার মো. এনায়েত চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমবাগান খুলশি থেকে হানিফ নামে এক যুবককে ছুরিকাঘাতে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ছুরিকাঘাতে যুবকটির প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল বলে জানান মো. এনায়েত।

আইএমই/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!