ঢাকায় মৃত সেই করোনা রোগীর চিকিৎসকও এবার আক্রান্ত

পরিবার গেল হোম কোয়ারেন্টাইনে

করোনাভাইরাস রোগীর চিকিৎসা করতে গিয়ে ঢাকার ডেল্টা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের একজন চিকিৎসকও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রিপোর্টে তার করোনাভাইরাস ‘পজিটিভ’ এসেছে।

৩০ বছর বয়সী এই ডাক্তার হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের প্রধান প্রশাসক ড. নিরুপম দাশ বলেন, ‘আজ তার ভাইরাস সংক্রমণের রিপোর্ট এসে পৌঁছলো। রাজধানীর বাসাবো এলাকায় তাদের (ওই চিকিৎসক) বাসভবনে পরিবারের অন্যান্য সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কুয়েত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে বর্তমানে ওই চিকিৎসকের চিকিৎসা চলছে। শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন তিনি।’

এর আগে ডেল্টা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চার ডাক্তার, ১২ জন নার্স ও তিন জন সহায়ক কর্মীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এরা সবাই সেই করোনাভাইরাস রোগীর চিকিৎসার বিভিন্ন পর্যায়ে জড়িত ছিলেন, যে রোগী গত ২০ মার্চ ডেল্টা হাসপাতালেই মারা যান।

বাংলাদেশে অফিসিয়াল সূত্রমতে, ১৮ মার্চ করোনাভাইরাসে প্রথম মৃত্যু এবং ২১ মার্চ দ্বিতীয় মৃত্যুর ঘটনা ঘটে। এখন পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!