চট্টগ্রামে অবতরণ ঢাকাগামী দুটি ফ্লাইটের

দুর্যোগ পূর্ণ আবহাওয়ার কারণে ঢাকাগামী বাংলাদেশ বিমান ও ইউএস বাংলার দুটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
শুক্রবার (১৭ মে) সন্ধ্যা সাতটা ৫৫ মিনিটের দিকে বাংলাদেশ বিমান-৪৯০২ এবং সন্ধ্যা রাত ৮টা ১০ মিনিটের দিকে ইউএস বাংলা ১৫৮ ফ্লাইট দুটি অবতরণ করে। তবে এতে কোন ধরনের দুর্ঘটনার ঘটনা ঘটেনি।

শাহ আমানত বিমান বন্দরের ম্যানেজার সরওয়ার ই জামান রাত পৌনে দশটার দিকে চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘বাংলাদেশ বিমানের ফ্লাইটটি রাজশাহী থেকে ঢাকা এবং ইউএস বাংলার ফ্লাইটটি সৈয়দপুর থেকে ঢাকা যাওয়ার কথা ছিল। কিন্তু দুর্যোপূর্ণ আবহাওয়ার কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে ফ্লাইট দুটি চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরের অবতরণ করে। এর মধ্যে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি রাত নয়টার দিকে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম বিমান বন্দর ছেড়ে গেছে।’

এক প্রশ্নের জবাবে সরওয়ার ই জামান বলেন, ‘ফ্লাইট দুটি অবতরণের ফলে চট্টগ্রাম বিমান বন্দরে কোন ধরনের সমস্যা হয়নি। সব কিছু স্বাভাবিক আছে।’

এমএ/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!