ড. ইফতেখার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর মনোনীত

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে মনোনীত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়।

তার আগে ইউসিবিএল’র বোর্ড অব ডিরেক্টরসের এক সভা থেকে প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীকে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে মনোনয়নের সুপারিশ করা হয়।

ইউসিবিএল’র অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়, প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীকে ইউসিবিএল’র ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর পদে নিযুক্ত করা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য সমাজতত্ত্ব বিভাগের প্রফেসর হিসেবে শিক্ষকতা পেশায় নিযুক্ত ছিলেন।

তিনি জাপানের ইউনিভার্সিটি অব সুকুবা থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি জাপানের কোবে গাকুইন ইউনিভার্সিটি ও ইংল্যান্ডের গ্লাসগো ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর ছিলেন। পাশাপাশি তিনি আমেরিকার বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ফুলব্রাইট প্রফেসর হিসেবেও নিয়োজিত ছিলেন।

আমেরিকার ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে পোস্ট-ডক্টরাল রিসার্চ সম্পন্ন করেন শিক্ষাবিদ ড. ইফতেখার।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!